অনুমতি ছাড়া হজ্ব করলে ১০ বছরের জন্য সৌদি আরবে নিষিদ্ধ
প্রকাশিত হয়েছে : ১২:১০:৩৩,অপরাহ্ন ০৯ সেপ্টেম্বর ২০১৬
সুরমা নিউজ ডেস্ক:
সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের কেউ যদি অনুমতি ছাড়া হজ্ব করার চেষ্টা করে তাহলে তাকে সৌদি থেকে বের করে দেয়া হবে এবং পরবর্তী ১০ বছর সে সৌদিতে ঢুকতে পারবে না। দেশটির পাসপোর্ট বিভাগ এই সতর্কতা জারি করেছে। এই বিভাগের মুখপাত্র মেজর তালাল আল-সালহৌব বলেছেন-
‘কেউ যদি অনুমতি ছাড়া হজ্বের জন্য মক্কা এবং পবিত্র স্থানগুলোতে যায় তাহলে তার ফিঙ্গার প্রিন্ট নিয়ে রাখা হবে এবং ফেরত পাঠানো হবে। অবৈধ হজ্বযাত্রীদের তথ্য কম্পিউটারে সংরক্ষণ করা হবে এবং পরবর্তীতে পাসপোর্ট সংক্রান্ত কোন সেবা নিতে গেলে তা বাতিল করা হবে। তারপর দেশে ফেরত পাঠানো হবে।‘
ঐ মুখপাত্র আরো জানিয়েছেন, কোন সৌদি নাগরিক যদি প্রথমবার অবৈধ হজ্বযাত্রীদের পরিবহন করে তবে প্রত্যেক অবৈধ হজ্বযাত্রীর জন্য ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা দিতে হবে তার। সাথে সাথে ১৫ দিনের জেল হবে। আর কোন প্রবাসী এই কাজ করলে একই ধরণের শাস্তি হবে। অতিরিক্ত হিসেবে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এই অপরাধ পুনর্বার করলে প্রত্যেক অবৈধ হজ্বযাত্রী পরিবহনের জন্য ৫০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা দিতে হবে, ৬ মাস পর্যন্ত জেল হবে এবং ঐ যানবাহন বাজেয়াপ্ত করা হবে।
‘এই শাস্তি দেয়ার জন্য আইন প্রয়োগকারী সদস্যরা বিভিন্ন চেক পয়েন্টে অবস্থান নিয়েছেন। এমন অপরাধ ধরা পড়লে ২৪ ঘন্টার মধ্যে সাজা নিশ্চিত করা হবে।’
এরই মধ্যে কর্তৃপক্ষ সৌদি নাগরিক এবং প্রবাসীদের টেক্সট মেসেজ দিয়ে জানিয়েছে যে, জামরাত নামক বহির্গমন পথে সব হজ্বযাত্রীর ফিঙ্গার প্রিন্ট নেয়া হবে যাতে করে অবৈধ হজ্বযাত্রীদের খুঁজে বের করা যায়। ড্রাগ টেস্টে ব্যর্থ হওয়ায় পরিবহন সংশ্লিষ্ট একটি সংগঠন এরই মধ্যে ১৫ জন প্রবাসী চালকের সাথে চুক্তি বাতিল করেছে এবং তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।