জিয়ার ডিএনএ টেস্ট করার দাবি করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১১:১৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
রাজধানীর চন্দ্রিমা উদ্যান এলাকায় জিয়াউর রহমানের কবরে তার মরদেহ থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি সেখান থেকে নমুনা সংগ্রহ করে ডিএনএ টেস্টের দাবি জানিয়েছেন।
মন্ত্রী বলেন, “যদি সেখানে জিয়ার দেহ থাকে, তাহলে নাকে খত দিয়ে জাতির কাছে ক্ষমা চাইব।”
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ‘একাত্তরের গণহত্যা থেকে গুলশান হত্যাকাণ্ড: বিচার বিঘ্নিতকরণের চক্রান্ত’ শিরোনামে আলোচনা সভার আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। সেখানে বক্তব্যে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
তিনি বলেন, “জাতীয় সংসদ পবিত্র জায়গা। এখানে কী আছে কে জানে, কুকুর-বিড়াল না কি কে জানে? আমি বলছি, এখানে জিয়াউর রহমানের দেহ নেই। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, ডিএনএ টেস্ট করান। যদি সেখানে জিয়ার দেহ থাকে, তাহলে নাকে খত দিয়ে জাতির কাছে ক্ষমা চাইব।”
চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের কবর সরানোর দাবি জানিয়ে মন্ত্রী বলেন, “জাতীয় সংসদের নকশা ভেঙে সেখানে তার কবর হয়েছে।”
তিনি আরও বলেন, “বিভিন্ন ষড়যন্ত্র করে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার চক্রান্ত হিসেবে সেখানে শিশুপার্ক করা হয়েছে। সেখানে মুক্তিযুদ্ধের স্মৃতিকেন্দ্র হবে বলে ইতোমধ্যে সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী অর্থ বরাদ্দ দিয়েছেন। অল্প সময়ের মধ্যে কাজ শুরু হবে।”
কমিটির উপদেষ্টা সৈয়দ আমিরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক, শহীদজায়া পান্না কায়সার ও শ্যামলী নাসরিন চৌধুরী, মফিদুল হক, অধ্যাপক মুনতাসীর মামুন, প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, তানভীর হায়দার চৌধুরী শোভন প্রমুখ বক্তব্য দেন।