সৌদিআরব পৌঁছেছেন খালেদা জিয়া : স্বাগত জানালো স্থানীয় বিএনপি
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১০:১৭ অপরাহ্ণ
সৌদি প্রতিনিধি: সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের আমন্ত্রণে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া । সৌদিআরব স্থানীয় সময় রাত ১০•২০ মিনিটের সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট জেদ্দা কিং আব্দুল আজিজ বিমান বন্দরে পৌছেন। এসময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় প্রশাসন ।
জানা যায়,সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিবের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী বিমান বন্দরে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সফর সঙ্গি হিসেবে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, ফটোগ্রাফার নুরুদ্দিন ও গৃহপরিচালিকা ফাতেমা বেগম।
এ সময়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিবের সাথে সৌদিআরব বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেদ্দা মহানগর বিএনপি’র আহবায়ক আজাদ চয়ন, সদস্য সচিব মনিরুজ্জামান তপন, কেফায়ত উল্লাহ কিসমত সহ বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজ স্থানীয় সময় ভোর ৫টায় এমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দা কিং আব্দুল আজিজ বিমান বন্দরে অবতরণ করবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী ডা:জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সন্তানরা । জানা যায় ২৯শে সেপ্টেম্বর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বাংলাদেশে এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাজ্যের উদ্দেশ্য রওনা দেবেন। পবিত্র হজ পালন উদ্দেশ্য হলেও বিএনপির চেয়ারপারসন ও তার ছেলে তারেক রহমানের মধ্যে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির সাংগঠনিক বিষয় নিয়ে শলাপরামর্শ হবে। দলে নতুন নেতৃত্ব নিয়ে আসা, চাঙ্গা করে দলকে সরকার বিরোধী আন্দোলনে কিভাবে সক্রিয় করা যায় তা স্বাভাবিকভাবেই বিএনপির এ শীর্ষ দুই নেতার মধ্যে আলোচনা হবে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। রাজনৈতিক অঙ্গনেও তাদের এ আলোচনা নিয়ে রয়েছে বিশেষ আগ্রহ।