জগন্নাথপুরে নিখোঁজের ১০ ঘন্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১০:১৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মাকড়কোনা গ্রামে এক বৃদ্ধ নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ১০ ঘন্টা পর ভাসমান অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, বুধবার রাতে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মাকড়কোনা গ্রামের প্যারালাইসিস আক্রান্ত আব্দুল করিম মিয়া (৫০) নদীর পাড় দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান। খবর পেয়ে তার আত্মীয়-স্বজনরা নদীর পাড়ে ছুটে আসেন। অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্থানীয় মাকড়কোনা গ্রামের জামে মসজিদের পাশে নদীতে বৃদ্ধ আব্দুল করিমের মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় এলাকাবাসী।
নিখোঁজ ব্যক্তির স্বজনরা জানান, মৃত আব্দুল করিম মিয়া দীর্ঘদিন ধরে প্যারালাইসিস আক্রান্ত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।