সুরমানিউজ’র ফ্রান্স প্রতিনিধি জামিল আহমদ সাহেদের জন্মদিন পালন
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ৯:৫১ অপরাহ্ণ
এম এ রহমান, ফ্রান্স থেকে: বহির্বিশ্বে বাংলা ভাষাভাষীদের কাছে এই মুহুর্তে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সুরমানিউজ টোয়েন্টিফোর ডটকমের ফ্রান্স প্রতিনিধি জামিল আহমদ সাহেদের জন্মদিন পালন করা হয়েছে । গত ৬ ই সেপ্টেম্বর রাত ৮ ঘটিকার সময় প্যারিসের ব্যাস্ততম ‘ডোনার কাবাব হাউজে’ ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন্মদিন অনুষ্টানে উপস্থিত থেকে কেক কাটেন ফ্রান্স আওয়ামীলীগ সভাপতি মহসিন উদ্দিন খান লিটন, ফ্রান্স জাসদ ইনু সভাপতি এস এম তালুকদার, বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, ফ্রান্স আওয়ামীলীগ নেতা সাবেক পৌর মেয়র জসিম উদ্দিন ফারুক,শাহিন আরমান চৌধুরী, রানা আহম্দ, সিরাজুল ইসলাম, আজম খান, শেখ মুস্তফা, শায়েখ ইবনে হোসাইন,হোসাইন খা্ যুবলীগ নেতা আজমল হোসাইন,কামাল আহমদ, খায়রুল আলম মাজেদ,আসাদুজ্জামান সুমন, বাংলাদেশ অনলাইন এক্টিভিস্ট ফোরাম বোয়াফ সদস্য আজিজুর রহমান সহ প্রমুখ। এসময় একে অপরের মুখে কেক তুলে দেন।
এছাড়া জামিল আহমদ সাহেদের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সুরমানিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক উজ্জ্বল ধর, সম্পাদক জুবায়ের আহমেদ, প্রকাশক সাহেল আহমদ।