মৌলভীবাজারে অবৈধ কাঠ জব্দ
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ৮:৫৮ অপরাহ্ণ
মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারে মোবাইল কোর্টের মাধ্যমে ৪৪ টি করাত কল থেকে বিভিন্ন জাতের ৫৫৭ সিএফটি অবৈধ কাঠ উদ্ধার করেছে বনবিভাগ। বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার মহকুমা বন অফিসে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান মৌলভীবাজার সহকারী বন সংরক্ষক রাজেশ চাকমা। এ সময় অবৈধভাবে পরিচালনায় একটি করাত কলও জব্দ করা হয়। বন বিভাগ জানায়, বুধ ও বৃহস্পতিবার দুই দিনের পৃথক অভিযানে জেলার শ্রীমঙ্গল উপজেলার ২৬টি করাত কলে ও কমলগঞ্জ উপজেলার ১৮ টি করাত কলে অভিযান পরিচালনা করে প্রায় ৭ লক্ষাধিক টাকা মুল্যের কাঠ ও একটি পিকআপ আটক করা হয়। এ সময় কমলগঞ্জ উপজেলা থেকে একটি কাগজবিহীন করাত কল জব্দ করা হয়। একই সাথে পরিত্যাক্ত স্থান থেকে আরও কিছু কাঠ উদ্ধার করা হয়। বন বিভাগ জানায়, তাদের এ অভিযান অব্যাহত থাকবে। উদ্ধরকৃত কাঠ, জব্দকৃত পিকআপ ও করাতকল শ্রীমঙ্গল ও কমলগঞ্জ বন অফিসে জমা করা হয়েছে। এ সময় বন কর্মকর্তা রাজেশ চাকমা আরো জানান, শীঘই ফার্নিচারের দোকান গুলোতেও অভিযান পরিচালনা করা হবে।