অবশেষে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটির অনুমোদন
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ৮:১৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটির অনুমোদন হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কমিটির অনুমোদন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারন সম্পাদক আকরাম ।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটুয়ারী। সিলেট জেলা ছাত্রদলের ৩৯১ সদস্য বিশিষ্ট এবং মহানগর ছাত্রদলের ৩৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে কেন্দ্র। তবে কমিটিতে কারা কারা স্থান পেয়েছেন, তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে তথ্য পাওয়া গেলে দ্রুত পাঠকদের জানিয়ে দেবে সুরমানিউজ টোয়েন্টিফোর ডটকম।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর সিলেট জেলা ছাত্রদলের ৮ সদস্যের এবং মহানগর ছাত্রদলের ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর কমিটির নির্ধারিত মেয়াদ দুই বছর পেরিয়ে যাওয়ার মাত্র ৯ দিন আজ পূর্ণাঙ্গ হলো কমিটি।
বিস্তারিত আসছে…..