ওসমানীনগরে একই রাতে তিনজনের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ৫:২৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :
সিলেটের ওসমানীনগরে একই রাতে মসজিদের ইমাম, স্কুল ছাত্র ও এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণকরা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের দক্ষিণ মোবারকপুর (আন্দারকোনা) জামে মসজিদের ভিতরে ইমামের হাত-পা বাধাঁ অবস্থায় ঝুলন্ত লাশ বৃহস্পতিবার ভোরে মসজিদে লোকজন দেখতে পান। নিহত ইমাম সিলেটের মোগলাবাজার থানার সোনাপুর গ্রামের আব্দুল বারির পুত্র মাওলানা আব্দুর রহমান (৪৫)। তিনি প্রায় দুই মাস ধরে আন্দারকোনা জামে মসজিদের ইমামতির দায়িত্বে ছিলেন। স্থানীয়দের ধারণা এক বা একাধিক ব্যক্তি মাওলানা আব্দুর রহমানের হাত-পা বেঁধে তাকে ঝুলিয়ে হত্যা করেছে। থানা পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
এদিকে উপজেলার একই ইউপির দক্ষিণ কালনীচর গ্রামের প্রবাসী ইয়াকুব আলীর ছেলে রহমতপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র নাজমুল ইসলামের(১২) লাশ তার ঘরের বাথরুমে কাপড় রাখার স্টেন্ডের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে পুলিশ। স্কুল ছাত্র নাজমুলের মৃত্যুর ঘটনাটি রহস্যজনক বলে তার স্বজনসহ একাধিক সূত্রে জানা গেছে।
এদিকে, উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গদিয়ারচর গ্রামে বিষ পানে এক যুবকের মৃত্যু হয়েছে। যুবকের নাম ফখরুল ইসলাম (২২)। সে উপজেলার প্রথমপাশা গ্রামের উজির মিয়ার পুত্র। নিহত যুবক দীর্ঘদিন ধরে গদিয়ার চর গ্রামের শান্তি ভিলায় ভাড়াটি হিসেবে বসবাস করে আসছিল। নিহত যুবক প্রেম সংক্রান্ত বিষয়ের জের ধরে বিষপানে আত্মহত্যা করতে পারে বলে পুলিশের ধারণা। নিহত ফখরুলের লাশ ময়না তদন্তের জন্য সিলেট মর্গে প্রেরণ করা হয়েছে।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী ৩জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ইমামের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তার হাত পা বেধে হত্যা করে তার শয়ন কক্ষে লাশ ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। কি কারণে তাকে হত্যা করা হয়েছে এ ব্যাপারে তদন্তের মাধ্যমে জানা যাবে।