সিলেট নগরীতে তরুণদের পণ্যের আয়োজন নিয়ে ইউথ শপ’র যাত্রা শুরু
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১:৪৬ পূর্বাহ্ণ
“তারুণ্য বয়সে নয়, তারুণ্য মনে” এই স্লোগানকে সামনে রেখে ফ্যাশন সচেতন তরুণদের চাহিদা মেটাতে ও রুচিশীল প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের আয়োজন নিয়ে যাত্রা শুরু হলো ইউথ শপ’র। সিলেট নগরীর বন্দরবাজারের রংমহল টাওয়ারের নিচতলায় গত ০৫ সেপ্টেম্বর ( সোমবার ) শপটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট কবি, অধ্যক্ষ আবুল কালাম আজাদ ফিতা কেটে ইউথ শপের উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংমহল টাওয়ার মসজিদের ইমাম হাফিজ ফয়সাল আহমদ, টাওয়ারের সহকারী ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন আহমেদ তারেক, ফিরোজ আহমেদ ফাহিমসহ প্রমুখ। তরুনদের বিভিন্ন পণ্য আকর্ষণীয় মূল্যে পৌছে দিতে ইউথ শপ প্রতিশ্রুতিবদ্ধ।
ইউথ শপের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে শপটির ফেসবুক পেজ http://facebook.com/Youthshopbd এই লিংকে ভিজিট করার আহব্বান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি