সেবা থেকে বঞ্চিত ওসমানীনগরবাসী : উপজেলা জুড়ে সড়কের বেহাল দশা
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১:২১ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) দুই ডজন পাকা সড়কের বেহাল দশা। সড়কগুলোতে দীর্ঘদিন সংস্কার কাজ না করায় বিটুমিন ওঠে গিয়ে বিভিন্ন স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত দেখা দেয়ায় অধিকাংশ সড়কে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন প্রায় লক্ষাধিক মানুষ। উপজেলাবাসীর অভিযোগ, স্থানীয় এলজিইডি কর্তৃপক্ষের উদাসিনতা ও দায়িত্বে অবহেলার কারণে জনগুরুত্বপূর্ণ প্রবাসী অধ্যুষিত ৮টি ইউপির ২৫টি সড়কের বেহাল দশায় পতিত হয়েছে। বিগত চারদলীয় জোট ও আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত এসব সড়কে দীর্ঘদিন থেকে রক্ষণাবেক্ষণ আর সংস্কার না করার কারণে সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা নাজুক হয়ে পড়েছে। ওসমানীনগরে উপজেলা প্রকৌশলীর পদ পদায়ন হলেও ওসমানীনগরের জন্য এখনও স্থায়ীভাবে উপজেলা প্রকৌশলী নিয়োগ দেয়া হয়নি। বালাগঞ্জ উপজেলা প্রকৌশলী ওসমানীনগরের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। যে কারণে ওসমানীনগর উপজেলাবাসী স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অফিসের সেবা থেকে বঞ্চিত রয়েছেন। এ বিভাগের কোনো তথ্য বা কাগজপত্র আদান-প্রদান করতে হলে ২০-২৫ কিলোমিটার দূরে পার্শ্ববর্তী বালাগঞ্জ উপজেলায় যেতে হচ্ছে।
সরজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দুই ডজন সড়কের বেহাল দশা দেখা গেছে। সড়কগুলো গোয়ালাবাজার-করণসী, গোয়ালাবাজার-সিকন্দরপুর, ১৯ মাইল-গাভুরটিকি, গয়নাঘাট-বালাগঞ্জ, বেগমপুর-গলমুকাপন, কাগজপুর-হাজীপুর, নিজবুরুঙ্গা মধ্যপাড়া-পশ্চিম সিরাজনগর ভায়া আনোয়ারপুর পশ্চিম তিলাপাড়া, বুরুঙ্গাবাজার-জামতলা বাজার, বুরুঙ্গাবাজার-নন্দিবাজার, তালেরতল-খাশিপাড়া, পাঁচপাড়া-দশহাল, পাঁচপাড়া মোকামবাজার-রাউৎখাই কালীবাড়িবাজার, কদমতলা-দুরাজপুর, কদমতলা-আমিনপুর, তাজপুর-রাখালগঞ্জ বাজার ভায়া কালীগঞ্জ বিশ্বনাথ, মঙ্গলচণ্ডি-মান্দারুকা, কুরুয়া-নতুনবাজার, সুয়ারগাঁও-পারকুল, ডাকুয়ারমহল-খন্দকারবাজার, দয়ামীর-খন্দকারবাজার ভায়া ঘোষগাঁও, দয়ামীর-মাদারবাজার থানাগাঁও, দয়ামীর-মুরারবাজার, লামাপাড়া-দয়ামীর, ভেড়াখাল-ময়নাবাজার সড়ক।
এ সড়কগুলোর মধ্যে অধিকাংশ সড়কের ৭০-৮০ ভাগ, আবার কিছু কিছু সড়কের প্রায় শতভাগ ভেঙে গেছে। অন্যান্য সড়কের ৪০-৫০ ভাগ ভেঙে গেছে। এসব সড়কে যানচলাচল করতে গিয়ে প্রতিদিন নানা দুর্ঘটনায় পড়ছেন যাত্রীসাধারণ। বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে যানবাহনের। রাস্তা খারাপ থাকায় চালকরা যাত্রীদের কাছ থেকে আদায় করছেন অতিরিক্ত ভাড়া। রাস্তাগুলো দ্রুত সংস্কারের পদক্ষেপ নেয়া না হলে অনেক সড়কেই যানচলাচল বন্ধ হয়ে যাবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ইতিমধ্যে কয়েকটি সড়ক সংস্কারের জন্য ব্যবস্থা নেয়া হয়েছে। বাকি সড়কগুলো চিহ্নিত করে সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এলজিইডি নির্বাহী প্রকৌশলী স্বপন কান্তি পাল বলেন, ওসমানীনগরের অনেক সড়ক ইতিমধ্যে সংস্কার করা হয়েছে। বাকিগুলো শিগগিরই সংস্কার করা হবে।