দূর্বৃত্তের হাত থেকে প্রাণ ফিরে পেল মাদি হরিণ
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গল(মৌলভীবাজার) থেকে সংবাদদাতাঃ
মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর সংরক্ষিত এলাকার একটি হরিণ পাচারকারীদের কাছ থেকে উদ্বার করেছে ৪৬ বিজিবির জোয়ানরা। বুধবার দুপুর দেড়টায় শ্রীমঙ্গলস্থ ৪৬বিজিবির সদর দপ্তরে ৪৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহমুদ এক প্রেস বিফ্রিং এ জানান, বুধবার সকাল ৬টায় বিজিবি কাঠালতলী বিওপি থেকে দেড় কিলোমিটার দুরে ইসমাইল মিয়ার বাড়ির পাশে এক দল দুর্বৃত্ত একটি হরিণ ধরে এনে জবাই করার প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে কাঠালতলী বিওপি কমান্ডার মো. মালেক ও হাবিলদার বায়রন দ্রুত অভিযান চালিয়ে সেখান থেকে আহতবস্থায় একটি মাদি হরিণ উদ্বার করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা পালিয়ে যায়। হরিণটির গলায় এবং পায়ে বেশ আঘাতের চিহ্ন থাকায় হরিণটির সেবাযত্নের জন্য শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব এর হাতে তুলে দেন। তিনি জানান, পার্শ্ববর্তী আদমপুর সংরক্ষিত বন থেকে হরিণটিকে ধরে আনে শিকারীরা। সিতেশ রঞ্জন দেব জানান, হরিণটি সুস্থ হলে বিজিবি ও বন বিভাগের উপস্থিতিতে পুনরায় বনে অবমুক্ত করা হবে।