শ্রীমঙ্গলে ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি
প্রকাশিত হয়েছে : ১০:৪১:৫০,অপরাহ্ন ০৭ সেপ্টেম্বর ২০১৬
শ্রীমঙ্গল(মৌলভীবাজার) থেকে সংবাদদাতাঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সবুজবাগ আবাসিক এলাকার ব্যবসায়ী মৃত মানিক লাল চক্রবর্তীর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ঘরে ঢুকে গৃহকর্তাকে বেঁধে রাখে ও ২ বছরের শিশুর গলায় ধারালো দা ধরে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও মোবাইলসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটে বুধবার ভোর সাড়ে ৩ টায় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ মানিক চাঁদ মিষ্টান্ন ভান্ডারের স্বত্তাধিকারী মৃত মানিক লাল চক্রবর্তীর সবুজবাগ আবাসিক এলাকায় স্থায়ী বাসায়। ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জসহ অনান্য পুলিশ কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে গত ৫ দিনে শ্রীমঙ্গলে আরো ২টি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ ধারাবাহিক ডাকাতির ঘটনায় আতংকিত হয়ে পড়েছেন শ্রীমঙ্গলবাসী।