শ্রীমঙ্গলে দূর্গা প্রতিমা ভাংচুর
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১০:১৪ অপরাহ্ণ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার)থেকে সংবাদদাতাঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি নৃ-জনগোষ্ঠির এলাকায় নির্মিতব্য দূর্গা প্রতিমা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোর রাতে কে বা কারা শহরতলীর বুরবুড়িয়া চা বাগান সংলগ্ন সাওতাল পাড়ার সার্বজনীন পূজা মন্ডপের নির্মিতব্য কাঠামের গনেশ, লক্ষি, স্বরসতি, কার্তিক ও অসুরের মুর্তি ভাংচুর করে। সরজমিনে দেখা যায়, সাওতালপাড়ার সার্বজনীন পুজামন্ডপে মুর্তির কাজ সবে শুরু হয়েছে। অর্ধনির্মিত অবস্থায় রয়েছে কাঠাম গুলো। এর মধ্যে দেখা যায় গনেশ দেবতার হাতে ইট দিয়ে ঢিল মারার দাগ একং একটি কান ভাঙ্গা। এ ছাড়াও আরো বেশ কয়েকটি মূর্তির আংশিক ক্ষতি সাধিত হয়েছে। এ ব্যাপারে পুজা আয়োজন কমিটির কানু সাওতাল জানান, প্রাথমিক প্রর্যায়ে এ ঘটনা ঘটায় তারা তা পুরণ করতে পারবেন। তবে ভবিষতে যদি আবারও এরকম ঘটনা ঘটে তাহলে তাদের পক্ষে পূজা করাই সম্ভব হবে না। তাই এ বিষয়ে তারা প্রশাসনের দৃষ্টি আর্কশন করেন।