শিশু জয়ী উদ্ধারে যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাই কমিশনে স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ৬:২৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেটের ওসমানীনগর উপজেলার শিক্ষক সন্তোষ দেবের অপহৃত শিশু কন্যা “স্নিগ্ধা দেব জয়ী” তিন বছরের উদ্ধার করতে পারেনি প্রশাসন। নিখোঁজ শিশুটিকে খোঁজে পেতে অপহরণকারীদের বিচারের আওতায় আনার দাবিতে ৬ সেপ্টেম্বর যুক্তরাজ্যে বসবাসরত সিলেটী তরুণদের ব্যতিক্রমধর্মী সংগঠন ‘বন্ধু সমাবেশ’র কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির প্রথম ধাপে ৬ই সেপ্টেম্বর ২০১৬ ইং লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বন্ধু সমাবেশ যুক্তরাজ্য সভাপতি তরাজ উদ্দীন, সাধারণ সম্পাদক ফারুক মিয়া, কবি মিজানুর রহমান মীরু, কবি ফয়জুর রহমান ফয়েজ, প্রভাষক এম তানবীর আহম্মদ, জুবের হোসেন সোহেল, সেলিম উদ্দীন, কবি সাজ্জাদ হোসেন নয়ন, জামানুর রহমান, মুমিনুর রশিদ, আব্দুল মতিন প্রমুখ।
এদিকে ৪ সেপ্টেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন বন্ধু সমাবেশের নেতৃবৃন্দ। তারা স্নিগ্ধা দেব জয়ীকে উদ্ধারে আনোয়ারুজ্জামান চৌধুরীর সহযোগিতা কামনা করেন। এতে উপস্থিত ছিলেন তরাজ উদ্দীন, ফারুক মিয়া, মিজানুর রহমান মীরু, সাজ্জাদ হোসেন নয়ন, মশহুদ আহমদ, জামানুর রহমান, শামীম উদ্দীন, ফুজায়েল আহমদ, অনন্ত বৈদ্য প্রমুখ।
যুক্তরাজ্য থেকে বাংলাদেশ গোয়েন্দা বিভাগসহ উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন বন্ধু সমাবেশ। উক্ত কর্মকর্তারা জয়ী উদ্ধারের আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, যুক্তরাজ্যের প্রায় সকল বন্ধুরাই শিশুটিকে উদ্ধারের মানবিক কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন এবং উপস্থিত থাকতে না পারলেও বিভিন্নভাবে সহযোগিতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে কাউন্সিলর আয়াছ মিয়া, কামরুল ইসলাম, আজমল খান, ইকবাল হোসেন, দেলোয়ার রহমান, বদরুল ইসলাম, কামাল উদ্দীন, নাজমুল ইসলাম, নিজাম উদ্দীন, মারুফ আহমদ কবিরী, হরুফ মিয়া, সিরাজুল ইসলাম তছলু, জাঙ্গেনুর রাজা, মতছির আলী শোভন, মতছির চৌ: জনি, শাহীন উদ্দীন, শাহীন মিয়া, আব্দুর রকিব, হেলালুর রহমান, আব্দুল কাইয়ুম, কাইয়ুম খান, আব্দুর রাজ্জাক, সোলেমান কবির ফুলু, মুহিত মিয়া, আব্দুর রহিম রঞ্জু, সাদিকুর রহমান, আব্দুল বাছির, আব্দুল বাছির খান, জাহাঙ্গীর হোসেন, ইফতেখার হোসেন, শাহ আলম, ফারুক মিয়া, আবু শাহান, ফাহাদ আহমদ, ফারহান আহমদ, ফয়ছল আহমদ, জালাল আহমদ, মাছুম আহমদ, মাতাব উদ্দীন, দেওয়ান মহসিন উদ্দীন, নূর মিয়া, আব্দুস সালাম, তোরণ মিয়া, শওকত আলী ইমন, নজরুল ইসলাম, শাহীন আহমদ, সেলিম আহমদ, জুহেদ আহমদ, সোহেল মিয়া প্রমুখ।