সিলেটে ব্যবসায়ী মামুন হত্যাকারীদের শাস্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ২:৫৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
ব্যবসায়ী করিম বকস্ মামুন হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন সিলেটের ব্যবসায়ীরা।ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠন সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যান পরিষদের উদ্যোগে বুধবার (০৭ সেপ্টেম্বর) এ গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।
ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি শেখ মখন মিয়ার সভাপতিত্বে গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করেন সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।এসময় বক্তারা তরুন ব্যবসায়ী করিম বকস্ মামুনের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।
ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. নাজমুল হকের পরিচালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদরুজ্জাম সেলিম, আব্দুর রকিব শিকদার, আব্দুল আজিজ, এটিএম খসরুজ্জামান, সেলিম উদ্দিন চৌধুরী, মো. আলা মিয়া, আলহাজ বাবর বকস্, হোসেন আহমদ, রিয়াদুল হাসান রুবেল, আব্দুল হাদী পাভেল, সাদিকুর রহমান সাদিক, আমজাদ আলী, জাকারিয়া ইমরুল, ফয়জুল হক, আমিনুর রহমান শিবলু, আব্দুস শহীদ জুয়ারদার প্রমুখ।