মালয়েশিয়ায় শিকলবন্দি অবস্থায় ৮ বাংলাদেশি উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১:২৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
শিকলেবন্দি অবস্থায় ৯ ব্যক্তিকে উদ্ধার করেছে মালয়েশিয়ার কেদা প্রদেশের পুলিশ। ধারণা করা হচ্ছে এরা সবাই মানব পাচার ও অপহরণের শিকার। দেশটির কেদার পেনদাং জেলার কাম্পুং চারক কেলাদি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই ৯ ব্যক্তিকে উদ্ধার করা হয়।
এ নয় ব্যক্তির পায়ে শিকল দিয়ে বন্দি ছিল। উদ্ধারের সময় তারা খুবই দুর্বল এবং ক্ষুধার্ত ছিল। খবর মালয়েশিয়ার সংবাদ সংস্থ্যা ’বারনামা’র। নয় ব্যক্তির মধ্যে আটজনই বাংলাদেশি এবং একজন মায়ানমারের নাগরিক। এদের সবার বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে।
কেদাহ পুলিশ প্রধান দাতুক আশ্রী ইউসুফ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ২৯ আগস্ট সুংগাই পেতানির একটি নির্মাণ সাইট থেকে ৬ জন বাংলাদেশি শ্রমিকের অপহৃত হয়। তার অনুসন্ধানের জন্যেই এ অভিযান পরিচালনা করা হয়।
নির্যাতনের শিকার সব বাংলাদেশি নাগরিকের পরিবারেই ফোন দিয়ে ১৫ হাজার রিঙ্গিত (৩ লাখ টাকা) মুক্তিপণ দাবি করা হয়। অন্যথায় তাদের মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়।
তিনি বলেন, গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালিত হয় এবং ওই ৬ নির্মাণ শ্রমিককে উদ্ধার করা হয়। এছাড়াও উদ্ধার হওয়া বাকি ৩ ব্যক্তি পেরেক এবং কুয়ালালামপুর থেকে অপহৃত হয়েছিলেন।
আশ্রী বলেন, অভিযানে পুলিশ ৪ জন স্থানীয় ব্যক্তি এবং ১ জন মায়ানমার ও ১ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। এদের সবারই বয়স ১৫ থেকে ৩৮ এর মধ্যে।
তিনি আরো জানান, আটককৃতদের মধ্যে ১৫ বছর বয়সী এক কিশোরও রয়েছেন। যার বাবাও পুলিশের চোখে একজন সন্দেহভাজন ব্যক্তি। অন্য দু’জনের বিরুদ্ধে আগেও অপহরণের অভিযোগ রয়েছে।
তিনি বলেন, যে ব্যক্তিকে আটক করা হয়েছে, তিনি বাংলাদেশের পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। এ ঘটনার সঙ্গে জড়িত আরো একজন বাংলাদেশি এবং স্থানীয় নারীকে খুঁজছে পুলিশ।
এই আটকের মধ্য দিয়ে কেদাহ, পেনাং, পেরাক এবং কুয়ালালামপুরের একটি শক্তিশালী সিন্ডিকেটকে অকেজো করা সম্ভব হবে বলে মনে করে পুলিশ। অপহরণ অ্যাক্ট ১৯৬১ এর ৩ (১) ধারা, এন্টি ট্রাফিকিং ইন পার্সন অ্যাক্ট অ্যান্ড এন্টি স্মাগলিং অব মাইগ্রেন্ট অ্যাক্ট ২০০৭ এর ১৩ ধারায় মামলার তদন্ত চলছে বলে জানান তিনি।