জৈন্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১২:০৪ পূর্বাহ্ণ
জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর নিজঘরে মাল্টিপ্লাগের তারে জড়িয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়- মঙ্গলবার বিকাল (৬ সেপ্টেম্বর) ৫টার দিকে বিদ্যুৎ না থাকায় নিজ ঘরে একা বিদ্যুতের মাল্টিপ্লাগ মেরামতের কাজ করছেন জৈন্তাপুর উপজেলার চাক্তা গ্রামের আবু বক্কর মিয়ার ছেলে চাক্তা আলীম মাদ্রাসার আলীম দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ মামুন (১৭)।
হঠাৎ করে বিদ্যুৎ চলে আসলে কোনো কিছু বুঝে ওঠার আগেই মাল্টিপ্লাগের তারে জড়িয়ে যায় মামুন। কিছুক্ষণ পরে মামুনের মা ঘরে প্রবেশ করে দেখতে পান বিদ্যুতের তারে জড়িয়ে ছেলে মাটিতে পড়ে রয়েছে। তার আত্মচিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে বিদ্যুতের লাইন বন্ধ করে মামুনের লাশ উদ্ধার করেন।
বিদ্যুতের তারে জড়িয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির বলেন- এঘটনার সংবাদ কেউ আমাকে জানায়নি, তবে বিষয়টি খতিয়ে দেখব।