শায়েস্তাগঞ্জে ৭ মিনি ট্রাককে জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫৩ অপরাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি :
ত্রিপাল ছাড়া খোলা অবস্থায় বালু পরিবহন করায় ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ দেউন্দি রাস্তার মোড়ে ৭ মিনি ট্রাককে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রত্যেক ট্রাককে এক হাজার করে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সৈয়দ জাকির হোসেনপিপিএম এর নেতৃত্ব একদল পুলিশ উপস্থিত ছিলেন।