আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা করেছে বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ৯:৫২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডের জন্য ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার ঘোষিত এই দলে বেশ চমক রয়েছে। সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
এই দলে আরো দুই নতুন মুখ সুযোগ পেয়েছেন, শুভাশীষ রায় ও আলাউদ্দিন বাবু। অবশ্য ৩০ জনের প্রাথমিক দলের বাইরে ছিলেন তাঁরা। এ ছাড়া ক্যাম্পের মাঝপথে প্রাথমিক দলে সুযোগ পাওয়া স্পিনার মোশাররফ হোসেন রুবেলকেও এই দলে সুযোগ দেওয়া হয়েছে।
২০ সদস্যের প্রাথমিক দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শুভাশীষ রায় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, মোশারফ হোসেন রুবেল, আলাউদ্দিন বাবু ও আল আমিন হোসেন।