কাল ব্রাজিল-আর্জেন্টিনার খেলা কখন, কোন চ্যানেলে
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ৯:০১ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক:
বিশ্ব ফুটবলের হিসাবে বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনার ভক্তের সংখ্যাই বেশি। তাই এ দু’দলের খেলা নিয়ে এদেশের ভক্তদের বাড়তি আগ্রহ থাকে সবসময়।
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বুধবার ভোরে আর্জেন্টিনা আর সকালে মাঠে নামবে ব্রাজিল। আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা, ব্রাজিলের কলম্বিয়া।
ইনজুরির কারণে মেসি আর আগের ম্যাচে লাল কার্ড দেখায় ভেনেজুয়েলার বিপক্ষে খেলবেন না উদীয়মান তারকা পাওলো দিবালা। এ দু’ জনকে ছাড়াই ভেনেজুয়েলার মুখোমুখি হতে হবে বাছাইপর্বে লাতিন আমেরিকার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আর্জেন্টিনাকে। ম্যাচটি শুরু হবে বুধবার ভোর ৫.৩০ মিনিটে। আর ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি ইএসপিএন।
নেইমারসহ দলের গুরুত্বপূর্ণ সব খেলোয়াড়কে নিয়েই শক্তিশালী কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল ৭ টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স ও এইচডি।