হবিগঞ্জে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ৩:৩৬ পূর্বাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পৃথক দুটি ঘটনায় সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে পানিতে ডুবে যমজ দুই শিশুসহ ৪ শিশুর মৃত্যু হয়েছে।
শিশুরা হলো- হবিগঞ্জ সদর উপজেলার বগলাখাল গ্রামের মৌলদ মিয়ার ছেলে রুকন মিয়া (৮), শহরের শায়েস্তানগর এলাকার বাবুল মিয়ার মেয়ে তানিয়া আক্তার (১২) এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গন্ধ্যা ছালামতপুরের বাসিন্দা ঝালমুড়ি বিক্রেতা বিলাল মিয়ার যমজ দুই মেয়ে আড়াই বছর বয়সী মারুফা বেগম ও মারিয়া বেগম।
স্থানীয়রা জানান, বিকেলে বৃষ্টির সময় রুকন তার বাড়িতে খেলা করার সময় পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন। রুকন স্থানীয় প্রাইমারী স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
এদিকে একই সময়ে শহরের শায়েস্তানগর এলাকার আলী ইদ্রিছের মেয়ে তানিয়া আক্তার হাইস্কুলের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
অপরদিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গন্ধ্যা ছালামতপুরের বাসিন্দা ঝালমুড়ি বিক্রেতা বিলাল মিয়ার যমজ দুই মেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খুঁজাখুঁজি করেও আর তাদেরকে পাওয়া যায়নি। পরে সন্ধ্যা ৬টার দিকে তাদের লাশ পুকুরে ভেসে উঠে।