ওসমানীনগরে বিদ্যালয়ের গাছ কাটার সত্যতা পেল তদন্ত কমিটি
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ৩:১৬ পূর্বাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের ওসমানীনগরের ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের ডাল-পালা অবৈধভাবে কাটার অভিযোগের তদন্তে সত্যতা পাওয়া গেছে। সোমবার দুপুরে সরজমিনে বিষয়টি তদন্ত করতে বিদ্যালয়ে গিয়ে এর সত্যতা পান ওসমানীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৌরভ পাল মিঠুন।
জানা যায়, গত ২৫ আগস্ট প্রধান শিক্ষক আব্দুর রব কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিদ্যালয় আঙিনার মেহগনি, অর্জন, রেন্টি, আম ও চাম্বুল জাতীয় ৮টি গাছের ডালপালা কেটে নিলামে বিক্রির জন্য মাইকিং করেন।
গত ২৭ আগস্ট `ওসমানীনগরে অবৈধ ভাবে স্কুলের শতবর্ষী গাছের ডাল-পালা কেটে বিক্রির পাঁয়তারা’ শিরোনামে সুরমানিউজ টুয়েন্টিফোরে একটি প্রতিবেদন প্রকাশ পায়।
২৮ আগস্ট এ ব্যাপারে তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় আব্দুর রউফ ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলীর নিকট লিখিত অভিযোগ প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৌরভ পাল মিঠুনকে বিষয়টি সরজমিন তদন্ত করে রিপোর্ট দেয়ার নির্দেশ দেন। এর প্রেক্ষিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোমবার দুপুরে ধনপুর সরকরি প্রাথমিক বিদ্যালয় সরজমিন পরিদর্শন করে অভিযোগের তদন্ত করেন এবং বিষয়টির সত্যতা পান।
ওসমানীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৌরভ পাল মিঠুন ধনপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুমতিহীন ভাবে গাছের ডাল কাটার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।