সিলেট লালদিঘীপাড় হকার্স মার্কেট এবার নিলামে
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ৩:০১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেট নগরীর লালদিঘী হকার্স মার্কেট এবার নিলামে উঠছে। ইতোমধ্যে এ মার্কেট নিলামের জন্য দ্বিতীয়বারের মতো দরপত্র আহবান করেছে এর মালিকানা প্রতিষ্ঠান সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
জানা যায়, হকার্স মার্কেটের নীচ তলায় ৮০,৭২৪.৫৫ বর্গফুট ও দ্বিতীয় তলায় ৭৭,৭২৭.৫৮ বর্গফুট (ব্লক-এ), নীচ তলায় ৫৯,৬৬০.৬৮ বর্গফুট, দ্বিতীয় তলায় ৫৯,৬৬০.৬৮ বর্গফুট ও তৃতীয় তলায় ৩,৩২৩.৫০ বর্গফুট (ব্লক-বি), নীচতলায় ৭৫,২৯৪.২০ বর্গফুট, দ্বিতীয় তলায় ৭৫,২৯৪.২০ বর্গফুট ও তৃতীয় তলায় ১৪৫৪.৩৪ বর্গফুট (ব্লক-সি) এবং নীচ তলায় ৯০,৭০৫.২৮ বর্গফুট, দ্বিতীয় তলায় ৯০,৭০৫.২৮ বর্গফুট ও তৃতীয় তলায় ১০,৯৪৫.৮৬ বর্গফুট (ব্লক-ডি) জায়গা নিলামে তুলেছে সিসিক।
বর্তমানে জরাজীর্ণ লালদিঘী হকার্স মার্কেটের স্থলে আধুনিক হকার মার্কেট নির্মাণের লক্ষ্যে এই নিলাম দরপত্র আহবান করা হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর দরপত্রের সিডিউল বিক্রির শেষ তারিখ এবং ২১ সেপ্টেম্বর বেলা দেড়টা পর্যন্ত দরপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। ওইদিন বিকাল ৩টায় দরপত্র খোলা হবে বলে জানিয়েছেন সিসিক’র নির্বাহী প্রকৌশলী শামছুল হক পাটোয়ারী।