ওয়ানডে র্যাঙ্কিংয়ে ছয়ে উঠবে বাংলাদেশ, যদি…
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ২:১৭ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক:
অনেকদিন থেকে ওয়ানড র্যাংকিংয়ের সাতে অবস্থান করা বাংলাদেশের সামনে সুযোগ এসেছে আরও এক ধাপ উপরে উঠার।
আসছে দুটি সিরিজে সাফল্য ধরে রাখতে পারলেই হয়ে যাবে সেকাজ। সেজন্য আফগানিস্তানকে ৩-০ ও ইংল্যান্ডের বিপক্ষে যেকোনো ব্যবধানে সিরিজ জিততে হবে। নিকট অতীতের ফর্ম বিবেচনায় মোটেও অসম্ভব নয় এই সম্ভাবনা।
এর এটি হলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার লড়াইয়েও অবস্থান সংহত হবে বাংলাদেশের। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর স্বাগতিক ইংল্যান্ড ও র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অন্য সাত দল সরাসরি যোগ্যতা অর্জন করবে ২০১৯ বিশ্বকাপে খেলার।
গত বছর বিশ্বকাপের প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনাল খেলার পর দেশের মাটিতে টানা চারটি সিরিজ জিতেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ করেছে পাকিস্তানকে; হারিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে। হোয়াইটওয়াশ করেছে জিম্বাবুয়েকে।
গত নভেম্বরের পর থেকে আর ওয়ানডে খেলার সুযোগ পায়নি মাশরাফিরা। সাত নম্বরে আছে তারা ৯৮ রেটিং পয়েন্ট নিয়ে। ছয়ে থাকা শ্রীলঙ্কা ১ পয়েন্ট হারিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হেরে। লঙ্কানদের সঙ্গে বাংলাদেশের ব্যবধান এখন ৩ পয়েন্ট।
বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ আফগানিস্তান ৪৯ পয়েন্ট নিয়ে আছে ১০ নম্বরে। তার পরের সিরিজের প্রতিপক্ষ ইংল্যান্ড অবশ্য আছে দারুণ ফর্মে। পাকিস্তানকে ৪-১ ব্যবধানে সিরিজ হারানোর পর ১০৭ পয়েন্ট নিয়ে ইংলিশরা আছে ৫ নম্বরে।