দুই মন্ত্রীর পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১:২৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ। সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি জমা দেওয়া হয়েছে।
আদালত অবমাননার রায়ে শপথ ভঙ্গে বিষয়টি উঠে আসার পরও তারা কোন কর্তৃত্ব বলে সপদে বহাল আছেন রিটে সে বিষয়টি জানতে চাওয়া হয়েছে।
দুই মন্ত্রী শপথ ভঙ্গের পরও কোন কর্তৃত্ব বলে পদে বহাল আছেন, তা ২৪ ঘণ্টার মধ্যে জানাতে শনিবার আইনি নোটিশ পাঠিয়েছিলেন আইনজীবী ইউনূছ আলী আকন্দ। কিন্তু নির্ধারিত সময়ে সাড়া না পেয়ে সোমবার তিনি রিট আবেদনটি করেন।
গত ২৭ মার্চ আদালত অবমাননার দায়ে সরকারের এই দুই মন্ত্রীকে দোষী সাব্যস্ত করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এজন্য আপিল বিভাগ তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেন। আপিল বিভাগের আদেশের পরই দুইমন্ত্রী ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও লিভার ফাউন্ডেশনে অর্থ জমা দেন। মানবতারোধী অপরাধী মীর কাসেম আলীর চূড়ান্ত রায়ের আগে সর্বোচ্চ আদালত নিয়ে করা মন্তব্যের জন্য দুই মন্ত্রীর নিঃশর্ত ক্ষমার আবেদন প্রত্যাখ্যান করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আট সদস্যের আপিল বিভাগ ওই রায় দেন।
গত ৫ মার্চ ঢাকায় ঘাতক-দালাল নির্মূল কমিটির এক গোলটেবিল বৈঠকে মীর কাসেমের রায় নিয়ে কামরুল ইসলাম ও মোজাম্মেল হক প্রধান বিচারপতি এস কে সিনহার সমালোচনা করেছিলেন। এরপর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তাদের প্রতি আদালত অবমাননার রুল জারি করেন। রুলের শুনানি শেষে এ রায় দেওয়া হয়েছিল।