সিলেট-সুনামগঞ্জ সড়কের ২৩ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১০:০৮ অপরাহ্ণ
নিউজ ডেস্ক :
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের আহবানে সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতক অংশে প্রায় ২৩ কিলোমিটার এলাকাজুড়ে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ছাতকের গোবিন্দগঞ্জ থেকে বড়কাপন এলাকা পর্যন্ত পালিত কর্মসূচিতে ৭৩টি উচ্চ বিদ্যালয় ও আলীয়া মাদ্রাসা, দুটি অনার্স কলেজ, দুটি ডিগ্রী কলেজ ও ৫১টি কওমী মাদ্রাসার শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক কর্মী, শ্রমিকসহ পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।
বেলা ১১ টা থেকে ১২ পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন শেষে গোবিন্দগঞ্জ ব্রিজের দক্ষিণ অংশে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন- মুক্তিযুদ্ধের ৫ নং সেক্টরের হেড কোয়ার্টার ছাতকের প্রতিটি মানুষ দেশদ্রোহী ও জঙ্গি সন্ত্রাসীদের প্রত্যাখ্যান করেছে। স্বাধীনতার পর থেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে ছাতক-দোয়ারার মানুষ নিজেদের বার বার প্রমানিত করেছেন। বঙ্গবন্ধু আদর্শে অনুপ্রাণিত হয়ে যেভাবে গ্রাম-গঞ্জের মানুষ মুক্তিযুদ্ধে নেমেছিলেন, সেভাবে আজও জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছেন।
তিনি বলেন, ছাতক দোয়ারার মানুষ জানে যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন উন্নয়ন ও শান্তির জন্য চিন্তা করতে হবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তারা আমাকে যেভাবে বার বার সংসদে পাঠিয়েছে, ঠিক সেভাবে দুই উপজেলা চেয়ারম্যানকেও আওয়ামী লীগ থেকে নির্বাচিত করেছেন। ছাতক-দোয়ারার যতক্ষণ পর্যন্ত একজন মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে ততক্ষণ পর্যন্ত জঙ্গি সন্ত্রাসীদের কোন স্থান হবে না।
মানববন্ধন ও পথসভায় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদ, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ইদ্রিস আলী বীর প্রতিক, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো লাহিন, দোয়ারাবাজার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সালেহা বেগম মীনা।
এছাড়া ছাতক উপজেলার সকল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ ও সংযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।