সিসিকের সাবেক কাউন্সিলর কণা’র বাসায় হামলা, ভাংচুর
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ৯:৪১ অপরাহ্ণ
নিউজ ডেস্ক :
সিলেট নগরীর টিলাগড়স্থ জমিদার বাড়ীর সাবেক মহিলা কাউন্সিলর নাজমিন আক্তার কণা’র বাসায় আজ রোববার সন্ধ্যা ৭টায় হামলা ভাংচুর ও গুলির ঘটনা ঘটেছে।
নাজমিন আক্তার কণা জানান, হঠাৎ করে গুলির শব্দ শুনে আমরা দরজা খুললে সাথে সাথে ১৫/২০ জন লোক ঘরের ভিতর দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে বাসায় ঢুকে পড়ে। তারা একটি মটরসাইকেল, আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ সবকিছু লুট করে নিয়ে যায়। পার্শবর্তী থাকা ভাড়াটিয়া আব্দুর রহিম ঝাড়ু মিয়ার বাসায় একই কায়দায় আসবাবপত্র ভাংচুর করে তারা পালিয়ে যায়।
নাজমিন আক্তার কণা আরো জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী শাপলা সংঘের সভাপতি রাজনের নেতৃত্বে এ হামলার চালানো হয়। তবে কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা তার জানা নেই।
এ ব্যাপারে শাহপরান থানা ওসি শাহজালাল মুন্সির সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান- ঘটনার খবর শুনে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কিন্তু কাউকে আটক করতে পারেনি। ঐ ঘটনায় গুলির যে অভিযোগ করা হয়েছে তা আদৌ সত্য নয়।