সন্ত্রাস ও জঙ্গীবাদ সমাজে একটি ঘৃনিত কাজ : শফিকুর রহমান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ৯:১৩ অপরাহ্ণ
সুরমা ডেস্ক :
সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ সমাজে একটি ঘৃনিত কাজ। এটা যেমন ইসলাম সমর্থন করেনা তেমন সমাজের মানুষেরাও সমর্থন করে না। জঙ্গীরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে নানা ভাবে প্রলোভন দেখায়। যেমন, তারা বেহেশতের প্রলোভন দেখায়। তাদের সাথে কাজ করলে নাকি বেহেশতে যাওয়া যাবে। দুনিয়াতে যা পাওয়া যায় না সেখানে তা পাওয়া যাবে। অথচ আমরা দেখি জঙ্গীরা মারা গেলে তাদের আত্বীয় স্বজন, এমনকি পিতা মাতাও তাদের লাশ গ্রহন করে না। যাদের পিতা মাতা তাদের উপর সন্তুষ্ট নয়, তারা বেহেশতে যাবে কিভাবে। মা বাবার পায়ের নিচেইতো সন্তানের বেহেশত। সুতরাং এদের তৎপরতা নিচক একটি ভ্রান্ত ও বিপদগামী তৎপরতা। এদেরকে বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে। এজন্য জনসচেতনতা খুবই প্রয়োজন।
রবিবার দুপুর ১২টায় সিলেট নগরীর টিলাগড়স্থ আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদরাসা আয়োজিত সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আখতার হোসাইন জাহেদের সভাপতিত্বে মাদরাসা কমপ্লেক্সে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ ছমর উদ্দিন মানিক, যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির ও ইউপি সদস্য মোছাঃ আয়শা বেগম।
মাদরাসার শিক্ষক মাস্টার শাহ মোঃ জুনেদ এর পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন- মাদরাসার শিক্ষক মাওলানা বেলাল আহমদ,হাফিজ মাওলানা তৈমুল হক,মাওলানা সুয়েব আহমদ, মাওলানা আফজাল হোসাইন, বিশিষ্ট মুরব্বি মোঃ মখলিছুর রহমান, আব্দুল হাকিম রুবেল, মোঃ মান্নান মিয়া এবং মাদরাসার ছাত্র-ছাত্রী, অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ।