বিশ্বনাথে রামপাশা ইউপি’র নব-নির্বাচিতদের দায়িত্ব গ্রহণ
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ৮:২৭ অপরাহ্ণ
বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ আনুষ্ঠানিকভাবে রোববার দুপুরে দায়িত্ব গ্রহণ করেছেন। অনুষ্ঠানে পরিষদের বর্তমান চেয়ারম্যান আনোয়ার খানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে পরিষদের দায়িত্ব গ্রহণ করেন নব-নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বিভাষ চন্দ্র মানী।
রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খানের সভাপতিত্বে ও প্রাক্তন সচিব রতিশ চন্দ্র দাশের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও নব-নির্বাচিত ইউপি সদস্য আজাদুর রহমান আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, রামপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কাহার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত সুমন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নব-নির্বাচিত ইউপি সদস্য ইমাম উদ্দিন, তাজ উল্লাহ, নাছির উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্যা মিনা বেগম।
এসময় বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, রামপাশা ইউনিয়ন যুবলীগ নেতা সাদ নূর, মোহন মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান দুলু, অর্থ সম্পাদক সেলিম আহমদ, ছাত্রলীগ নেতা দুদু মিয়া, উপজেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক আবদুল বাতিন’সহ বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।