বালাগঞ্জ কলেজ জাতীয়করণ হওয়ায় গৌরববোধ করি : এমপি এহিয়া চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ৫:০৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেটের বালাগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন সময় থেকে এখন পর্যন্ত যারা পরিচালনার সাথে ছিলেন-বিশেষ করে গভর্নিং বডির সাবেক সভাপতিবৃন্দ, সদস্য ও শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও বালাগঞ্জ ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি ইয়াহইয়া চৌধুরী এহিয়া। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানান। শনিবার কলেজ জাতীয়করণ হওয়ায় তাকে দেয়া সংবর্ধনার জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন কারো অবদান ছোট করে দেখার অবকাশ নেই তবে, আমার সময়ে কলেজ জাতীয়করণ হওয়ায় আমি গৌরববোধ করি।
কলেজ অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদীর সভাপতিত্বে ও প্রভাষক অহী আলম রেজার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর বলেন, কলেজ প্রতিষ্ঠার সাথে অনেকের শ্রম জড়িত। তিল তিল করে গড়ে তোলা এ প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি অব্যাহত রাখতে হবে। তবেই এলাকাবাসীর কষ্ট লাঘব হবে।
কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক অবিনাশ আচার্য শিক্ষকদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কলেজের পরিচালনা কমিটির সভাপতি, সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া ও গভর্নিংবডির অন্যান্য সদস্যদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সদস্য আনহার মিয়া, আব্দুল মতিন, আব্দুল হাফির রেনু, আব্দুস সোবহান তালুকদার, অধ্যাপক প্রণয় কুমার পাল, অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, অধ্যাপক নন্দা দে, অধ্যাপক আব্দুল জলিল, অধ্যাপক অমিতা রানী দাস, অধ্যাপক ফয়জুল ইসলাম, অধ্যাপক আছলম আলী, অধ্যাপক বিধান শিকদার, অধ্যাপক বিজয় কৃষ্ণ দেব, অধ্যাপক কৃঞ্চা দেব, অধ্যাপক সাথী রানী দাস, প্রভাষক ইমরুল কায়েস মৃধা, প্রভাষক তজম্মুল আলী, প্রভাষক বুলবুল আহমদ, প্রভাষক মিহির রঞ্জন তালুকদার, জাতীয় পার্টি বালাগঞ্জ উপজেলার আহবায়ক মোক্তার মিয়া, সদস্য সচিব হরেশ চন্দ্র দাশ, সিলেট মহানগর জাতীয় ছাত্রসমাজের সদস্য সচিব কামাল জাহিদ, যুগ্ন আহবায়ক সুন্না খান, পারভেজ খান, বোয়ালজুর ইউনিয়ন জাপার আহবায়ক সিরাজ মিয়া, উপজেলা যুবসংহতির আহবায়ক শাহজাহান মিয়া, সদস্য সচিব মতচ্ছির আলী।
এর আগে কলেজে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সভা অনুষ্ঠিত হয়।