বিশ্বনাথে বিএনপি নেতার আ.লীগে যোগদান
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ৪:৫৯ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেটের বিশ্বনাথে বিএনপি নেতা আ.লীগে যোগদান উপলক্ষে আলোচনা সভা রোববার দুপুরে উপজেলার ইলামেরগাঁও গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে অনুষ্ঠিত হয়।
রামপাশা ইউপি আ.লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদের পরিচালনায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগ নেতা ও রামপাশা ইউপি চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আলমগীর।
এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদ, রামপাশা ইউপি যুবলীগ নেতা মোহন মিয়া, শাহ সিরাজ, সেলিম আহমদ, শাহাব উদ্দিন, সাইদুর রহমান, ছাত্রলীগ নেতা দুদু মিয়া, তরুণলীগ নেতা আবদুল বাতিন, নূর ইসলাম, জুবেল আহমদ প্রমুখ।
সভা শেষে রামপাশা ইউপির ৮নং ওর্যাডের সাবেক বিএনপির সাধারণ সম্পাদক রুপালী মিয়া ও বিএনপি নেতা তাজুল ইসলাম আ.লীগে যোগদান করেন। এসময় যোগদানকারীরদের ফুল দিয়ে বরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।