হবিগঞ্জে যুবকের মৃতদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ৪:২৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
হবিগঞ্জে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম জাবেদ মিয়া (২৮)। রোববার (০৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহরতলীর পোদ্দারবাড়ি এলাকার খান ম্যানশনের ছাদ থেকে যুবকের মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত জাবেদ শহরের শায়েস্তানগর এলাকার জিলু মিয়ার ছেলে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান- সকালে খান ম্যানশনের ছাদের ওপর জাবেদের মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের সম্পন্নের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
ওসি আরও জানান- ধারণা করা হচ্ছে, চুরি করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত সম্পর্কে কারণ জানা যাবে।
নিহত জাবেদের বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে।