প্রকাশক দীপন হত্যা : পুরস্কারের আরেক জঙ্গি গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ৩:৫৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা এবং আহমেদুর রশীদ চৌধুরী টুটুল হত্যাচেষ্টার ‘অন্যতম হোতা’ আবদুস সবুরকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
ব্লগার, প্রগতিশীল লেখক ও প্রকাশক হত্যায় জড়িত যে ছয়জনকে চিহ্নিত করে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল তাদের মধ্যে সবুরও একজন। তার নামে পুরস্কারের অংক ছিল ২ লাখ টাকা।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম রোববার (০৪ সেপ্টেম্বর) এক সংবাদ ব্রিফিংয়ে বলেন- মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার সকাল ৯টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে সবুরকে গ্রেপ্তার করে।
পুলিশ বলছে- গ্রেপ্তার সবুর বিভিন্ন সময়ে সামাদ, সুজন, রাজু ও সাদ নামও ব্যবহার করেছেন।
গত বছর অক্টোবরের ৩১ তারিখ বিকালে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়। সেদিনই ধানমন্ডিতে আরেক প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে এর কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করা হয়।
ওই দুই প্রকাশনা থেকেই বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের বই প্রকাশিত হয়েছে, যিনি গতবছর ফেব্রুয়ারিতে জঙ্গি কায়দার হামলায় নিহত হন।