সৌদি বাদশাহর ‘রাজকীয় অতিথি’ হয়ে হজ্ব পালনে যাচ্ছেন খালেদা
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩৯ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
পবিত্র হজ্ব পালনের উদ্দেশে বুধবার সন্ধ্যায় সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।সে দেশের বাদশাহর রাজকীয় অতিথি হিসেবে সাবেক এ প্রধানমন্ত্রী হজ্ব পালন করবেন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, ঢাকা থেকে খালেদা জিয়ার ভাইয়ের পরিবারের সদস্যরা তার সঙ্গে যেতে পারেন।
এছাড়া বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি লন্ডন থেকে সৌদি আসতে পারেন।
তবে লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের সদস্যদের সৌদি আসার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ।