হজে দেখা হবে মা-ছেলের
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ৬:১৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ এবার হজে দেখা হতে যাচ্ছে মা ও ছেলের। বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান পবিত্র হজ পালনের জন্য সৌদিআরব যাচ্ছেন । সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের আমন্ত্রণে পবিত্র হজ পালনের জন্য আগামী ৭ সেপ্টেম্বর সৌদি আরব যাবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। প্রায় একই সময়ে লন্ডন থেকে বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী- কন্যাসহ দুবাইতে মায়ের সঙ্গে মিলিত হয়ে ৮ই সেপ্টেম্বর জেদ্দা বিমান বন্দরে অবতরণ করবেন বলে জানা গেছে। বিমান বন্দরে সৌদিআরব বিএনপির সভাপতির আহমদ আলী মুকিবের নেতৃত্ব নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কে বরন করবেন বলে জানা যায় । ২০ই সেপ্টেম্বর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বাংলাদেশের উদ্দ্যেশে এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাজ্যের উদ্দ্যেশে সৌদিআরব ছাড়বেন । কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব জানান, পবিত্র হজ পালন করতে সৌদি আরব আসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের এ খবর পেয়ে তৃনমূল নেতা কর্মীরা বেশ উজ্জীবিত।