শাহজালালে ফ্রান্স ছাত্রলীগ সভাপতিকে ফুল দিয়ে বরন
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ৫:০৬ পূর্বাহ্ণ
ফ্রান্স প্রতিনিধিঃ ফ্রান্স ছাত্রলীগ সভাপতি এম আশরাফুর রহমান আশরাফকে ফুল দিয়ে বরন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।সাংঘঠনিক ও ব্যাক্তিগত সফরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছলে তাকে বিমান বন্দরে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি মাজেদুল ইসলাম ও আন্তর্জাতিক উপ সম্পাদক মাহবুবুল ইসলাম এর নেতৃত্বে শত শত নেতা কর্মী ফুলেল শুভেচ্ছা জানান। এসময় অন্যান্যদের মুধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক তরিকুল কবির মিল্লাত, স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক মেসবাহ উদ্দিন খান, কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য মো সফিউল্লাহ,নাজমুল ইসলাম,আবির খান পাঠান, বুয়েট ছাত্রলীগ সভাপতি শুভরা শিকদার,যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল্লাহ সৌরভ সহ বিমান বন্দর থানা ছাত্রলীগ কলাবাগান থানা ছাত্রলীগের নেতা কর্মী। এসময় মুঠোফোনে কথা বলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক জাকির হোসেন।এছাড়া জুড়ি কুলাউড়া উপজেলা ও মৌলভী বাজার জেলা ছাত্রলীগের পক্ষ থেকে স্থানীয় বাস টার্মিনালে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃব্দ। উল্লেখ জনার আশরাফ সাংগঠনিক ও ব্যাক্তিগত সফর এক মাসের জন্য ফ্রান্স থেকে গত ২ সেপ্টেম্বর বাংলাদেশ উদ্দেশ্য রওয়ানা দেন । সফর কালীন সময় তিনি বাংলাদেশ ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক কার্যক্রম নিয়ে মত বিনিময় সহ বাংলাদেশ আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করবেন।