মৌলভীবাজারে ট্রেনের চাপায় পিষ্ট এক তরুণ
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ৯:০০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ট্রেনের চাপায় পিষ্ট হয়ে এক তরুণ মারা গেছেন। শনিবার বিকেল বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম সৌরভ চক্রবর্তী (১৯)।
তিনি সিলেট সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সৌরভ মৌলভীবাজারের রাজনগরের সুভাষ চক্রবর্তীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪ টার দিকে শিববাড়ি এলাকার রেল লাইনের পাশ দিয়ে সৌরভ হেঁটে যাচ্ছিলেন। তার কানে হেড ফোন লাগানো ছিলো বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী। এসময় সিলেট রেল স্টেশন থেকে ছেড়ে আসা পারাবত ট্রেন পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান সৌরভ।
সিলেট রেলওয়ে জিআরপি থানার উপ পরিদর্শক মামুন জানান, শিববাড়ির লালমাটিয়া এলাকার প্রগতি সিএনজি পাম্প এলাকা থেকে মামুনের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা এসে তাকে সনাক্ত করেছেন। এখন ময়না তদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।