সিলেট ছাত্রদলের বাকি আছে ১৪ দিন!
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ৩:১৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এডভোকেট সাঈদ আহমদকে সভাপতি ও রাহাত চৌধুরী মুন্নাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে ৮ সদস্যের জেলা ছাত্রদলের কমিটি। অন্যদিকে নুরুল আলম সিদ্দিকী খালেদকে সভাপতি ও আবু সালেহ মো. লোকমানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে ৮ সদস্য বিশিষ্ট মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। উভয় কমিটিকে একমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। আংশিক কমিটি ঘোষণার পরপরই বিদ্রোহ দেখা দেয় সিলেট ছাত্রদলে। কমিটির পক্ষে এবং বিপক্ষে গ্রুপিংয়ের সৃষ্টি হয়। পরে তা রূপ নেয় সংঘাত-সহিংসতায়। উভয় পক্ষের বিরোধের কারণে একাধিকবার রাজপথে সংঘর্ষে লিপ্ত হয়। সেই বিরোধই কমিটির দুই বছর মেয়াদ শেষের দিকে নিয়ে এসেছে। ফলে পূর্ণাঙ্গ হয়নি সিলেট ছাত্রদলের কমিটি।
দুই বছর মেয়াদী সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি আগামী ১৮ সেপ্টেম্বর মেয়াদ শেষ করবে। কমিটির মেয়াদ বাকি আছে ১৪ দিন। এর মধ্যে কমিটি পূর্ণাঙ্গ হওয়ার কোনো আভাসই নেই।
অবশ্য গত ২৯ এপ্রিল সন্ধ্যায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছিল কেন্দ্রীয় ছাত্রদল। ওই দিন রাতে পূর্ণাঙ্গ কমিটির তালিকা ‘ফাঁস’ হয়ে গেলে তোলপাড় সৃষ্টি হয় সিলেটে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে। কমিটি নিয়ে আবারও বিদ্রোহ মাথাচাড়া দিয়ে ওঠার উপক্রম হয়েছে সিলেট জেলা-মহানগর ছাত্রদলে। এমন পরিস্থিতিতে অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটি আর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কেন্দ্রীয় ছাত্রদল।
বিষয়টি নিয়ে কথা হয় কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তারের সাথে। তিনি বলেন, কমিটি পূর্ণাঙ্গ করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। দ্রুতই এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে সিলেট ছাত্রদলের দায়িত্বে যারা আছেন, সংগঠন কমিটির মেয়াদ বর্ধিত করে তাদের রাখতে পারে কিংবা অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারে।