১০ টাকায় চাল পাবে দেশের অর্ধকোটি মানুষ
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০১৬, ৩:২১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সেপ্টেম্বর থেকে সারাদেশে দুঃস্থ ও দরিদ্র জনসাধারণ ১০ টাকা কেজি দরে চাল কিনতে পারবে। প্রতি বছরে পাঁচ মাস দেশের অর্ধকোটি দরিদ্র মানুষকে এ সুবিধা দেবে বাংলাদেশ সরকার। পর্যায়ক্রমে এই সুবিধা আরও বেশি সংখ্যাক মানুষকে দেয়া হবে ।
এর আগে ২০০৭ সাল থেকে ওএমএস কর্মসূচির আওতায় ট্রাকে করে খোলা বাজারে চাল বিক্রি শুরু করে সরকার, যা এখনও চলছে। তবে নানা অনিয়ম ঠেকাতে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে এবারই প্রথমবারের মতো সরাসরি দুস্থ ও গরিবদের কাছে চাল বিক্রির প্রক্রিয়া শুরু করা হচ্ছে বলে জানা গেছে ।
সুত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কর্মসূচির উদ্বোধন করবেন। ঈদুল আযহার আগেই সেপ্টেম্বর মাসের প্রথম দিন থেকেই এ চাল বিক্রি শুরু হবে। বছরে পাঁচ মাস গরিব মানুষের কাছে এ চাল বিক্রি করা হবে। প্রতি পরিবার মাসে ৩০ কেজি করে চাল কিনতে পারবেন।
শনিবার কেরানীগঞ্জের লাকিরচর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন ও নদীভাঙ্গন কবলিতদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী মাস (সেপ্টেম্বর) থেকে বছরে ৫ মাস এ চাল বিতরণ করা হবে । সেই লক্ষ্যে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে ডিলার নিয়োগ দেয়া হয়েছে বলেও জানান তিনি ।
১০ টাকায় চাল পাবে দেশের ৫০ লাখ মানুষ এ বিষয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ফয়েজ আহমেদ খান সাংবাদিকদের জানিয়েছেন , বছরের যে সময়গুলোতে হতদরিদ্র মানুষের কাজ থাকে না- সে সময় সুলভমূল্যে এ চাল বিক্রি করা হবে।
প্রাথমিকভাবে সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে চাল বিক্রি করা হবে। হতদরিদ্র পরিবারগুলো কার্ডের মাধ্যমে এ চাল সংগ্রহ করতে পারবে। খাদ্য অধিদপ্তর এ কার্যক্রম পরিচালনা করবে।