জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০১৬, ১:৫৮ অপরাহ্ণ

surmanews
জামালগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান সামছুল আলম তালুকদার (ঝুনুমিয়া) কর্তৃক নারীনেত্রী ও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যানসহ ইউপি সদস্যাদের নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য ও অশ্লীল ভাবে গালিগালাজ করার প্রতিবাদে ঝাড়ু মিছিল হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে ঝাড়ু মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেইটে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, উপলো নারী নেত্রী ও সংরক্ষিত আসনের ইউপি সদস্যা শারমিন সুলতানা, ইউপি সদস্যা রুমা রাণী, ফয়জুন নাহার, আয়েশা আক্তার, সেরেনা আক্তার, নুরুন নাহার, মনোয়ারা, খুসবুল নাহার, হেলেন আক্তার, মাসকুন নাহার, কলি আক্তার, রাবিয়া আক্তার, স্বেচ্ছাসেবক লীগের মহিলা সম্পাদিকা গুলজারা বিবি, আনোয়ার বেগম, রৌশন আক্তার, হাফসা আক্তার, আলেয়া বেগম, জাহানারা বিবি, ময়মুন নেছা প্রমুখ।
উল্লেখ্য, সোমবার (২৯ আগস্ট) বিকেলে ২নং সদর ইউপির সংরক্ষিত মহিলা সদস্যা শারমিন সুলতানার উপর বয়ক্ষ ভাতা আত্মসাতের ব্যপারে কথা বলার এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যান সামসুল আলম ঝুনু মিয়া তার পরিষদ কার্যালয়ে সকলের সামনে উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান হাফিজা আক্তার দিপুসহ উপজেলার সকল সংরক্ষিত আসনের মহিলা সদস্যাদের অশ্লীল গালিগালাজ, আপত্তিকর মন্তব্য করায় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান সামসুল আলম ঝুনু বলেন- মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী বদিউজ্জামান ভীমখালী গরু বাজারের ডাক নিয়ে বিরোধিতা ও মহিলা সদস্যা শারমিন সুলতানা বয়স্ক ভাতা আত্মসাতের ব্যাপারে প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।