সিলেটে খালেকুজ্জামান হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০১৬, ৪:০৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র খালেকুজ্জামান হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ৩ আসামিকে আরও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারি এই দণ্ডাদেশ দেন। পাশাপাশি অভিযোগ প্রমাণিত না-হওয়ায় ৫ জনকে খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেটের বিয়ানীবাজার উপজেলার রামদা উত্তর চন্দরগ্রামের মুকিত আল মাহমুদ, ফাহিম আহমদ ও হুমায়ন কবির।
আদালতের সরকারি কৌশলী (অতিরিক্ত পিপি) অ্যাডভোকেট শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন- মামলায় ২৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক এ রায় দেন।
মামলার বরাত দিয়ে তিনি জানান- ২০১৪ সালের ২১ জুলাই ল্যাপটপ বিক্রির জন্য খালাতো ভাই জহিরুল ইসলামের সঙ্গে করিমউল্লাহ মার্কেটে যান মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ছাত্র খালেকুজ্জামান। ল্যাপটপটি বেশি দামে কেনার কথা বলে ওই মার্কেটের ব্যবসায়ী কবির তাদের বিয়ানীবাজারে রামধাবাজারের চন্দরগ্রামে নিজ বাড়িতে নিয়ে আটকে রাখেন।
এরপর কবির ও তার লোকজন খালেকুজ্জামানের পরিবারের কাছে মোবাইল ফোনে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এর মধ্যে অপহরণকারীরা জহিরকে ছেড়ে দিয়ে খালেকুজ্জামানকে আটকে রাখেন। পরে ২৫ জুলাই ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদী সংলগ্ন কুরকুচি হাওরের একটি খাল থেকে তার মৃতদেহ হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।
নিহতের বাবা গোলাপগঞ্জ নিমাধল পশ্চিমপাড়া গ্রামের ছালেহ ছল্লুক মিয়া বাদি হয়ে গোলাপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
২০১৫ সালের ১২ মার্চ মামলাটির চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা (এসআই) আব্দুল মালেক। এর পরিপ্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের বিচারকার্যক্রম শুরু হলে ২৪ সাক্ষীর জবানবন্দি শেষে এ রায় ঘোষণা করেন আদালতের বিচারক।