বিশ্বনাথে বজ্রপাতে ১জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০১৬, ১২:৫৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের বিশ্বনাথে বজ্রপাতে আতাউর রহমান (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত আবদুল মছব্বিরের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় খাজাঞ্চি ইউনিয়নের খাজাঞ্চি একাডেমীর পাশে এ ঘটনা ঘটে। ঐ সময় আতাউর রহমান জমিতে গরু দিয়ে চাষাবাদ করছিলেন। আকস্মিক বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করেন। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এসময় একটি গবাদি পশুর মৃত্যু হয়।