ব্যবসায়ী মামুন হত্যা মামলার মূল আসামী ভারতে !
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০১৬, ৩:২৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেট নগরীর ব্যবসায়ী মামুন হত্যা মামলার মূল আসামী বহিস্কৃত ছাত্রলীগ নেতা এম সুলেমান হোসেন চৌধুরী দেশ ছেড়ে পালিয়েছে। সে এখন জকিগঞ্জ সীমান্ত সংলগ্ন করিমগঞ্জে অবস্থান করছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে। তাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপুলের কাছে আবেদন করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের গোয়েন্দা বিভাগ।
মামুন হত্যার তদন্ত কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক গৌছুল হোসেন বলেন, মামলার আসামীদের সনাক্ত করা হয়েছে। আসামীরা এলাকাতে নেই। তাদেরকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে। আসামী কোথায় আছে সঠিক বলতে পারছি না।
গৌছুল হোসেন আরও বলেন, ধারণা করা হচ্ছে তারা দেশের বাইরে সীমান্তবর্তী এলাকায় চলে গেছে। তাদের বাড়িতেও অভিযান চালানো হয়েছে। আশা করা যায় শীঘ্রই তাদেরকে ধরা হবে। আসামীরা দেশের বাইরে বেশিদিন থাকতে পারবেনা আমরা ইন্টারপুলের কাছে আবেদন করেছি। তাদের মাধ্যমে সুলেমানসহ জড়িতদের দেশে ফিরিয়ে আনা হবে।
এদিকে চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের মূল হোতা সুলেমান দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতির কারনেই সে দেশ ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে এমনটাই অভিযোগ করছেন তারা। মামুন হত্যার ভিডিও ফুটেজ পাওয়ার পরও দ্রুত পদক্ষেপ না নেওয়াটা রহস্যজনক বলে মনে করছেন ব্যবসায়ীরা।
এ ব্যাপারে সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের সদস্য সচিব এহসানুল হক তাহের বলেন, পুলিশ সময়মত ব্যবস্থা নিলে সে পালিয়ে যেতে পারতনা। ব্যবসায়ী মামুন হত্যাকান্ডটি গুরুত্বের সাথে তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানাই।
সোমবার (২৯ আগষ্ট) সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর নির্দেশে ও কতোয়ালী থানার ওসি সোহেল আহমদের উদ্যোগে কোতোয়ালী থানায় সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এর নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার আশরাফি, কতোয়ালী থানার ওসি সোহেল আহমদ, ডিবির পরিদর্শক গৌছুল হোসেন এর উপস্থিতিতে ব্যবসায়ীদের সাথে আলাপ হয় মামুন হত্যার বিষয়ে। আসামীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
এদিকে মামুন হত্যার আসামীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ব্যবসায়ীদের দফায় দফায় বিক্ষোভ, প্রতিবাদ সভা, রাস্তা অবরোধসহ বিভিন্ন কর্মসূচী এখনও অব্যহত রয়েছে। এমনকি আগামী ৩১ আগষ্ট অর্ধদিবস হরতালেরও ডাক দিয়েছিলেন তারা। তবে হজ্ব যাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে সোমবার (২৯ আগষ্ট) রাতে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এর সভায় হরতালের পরিবর্তে নগরীর জিন্দাবাজার পয়েন্টে গণস্বাক্ষর কর্মসূচী ঘোষণা করা হয়।
অপর ব্যবসায়ী সংগঠন সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে সোমবার (২৯ আগস্ট) মামুনরে পরিবারের সদস্যদের সাথে স্বাক্ষাত করে সমবেদনা জ্ঞাপন করা হয়। এই সংগঠনের পক্ষ থেকে আগামী বুধবার (৩১ আগস্ট) বিকাল ৫টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ৩, ৪ ও ৫ সেপ্টেম্বর শনি, রবি ও সোমবার গণস্বাক্ষর সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হবে।
গত ১৬ আগষ্ট জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সভাপতি এম সুলেমান হোসেন চৌধুরীর ছুরিকাঘাতে মারা যান এলিগ্যান্ট শপিং মলের ব্যবসায়ী করিম বক্স মামুন। পরবর্তীতে সুলেমানকে ছাত্রলীগ থেকে আজীবন বহিস্কার করে কেন্দ্রীয় কমিটি।