সিলেট-জকিগঞ্জ মহাসড়কের বেহাল দশা
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০১৬, ৩:০১ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
বিশাল গর্ত, ভাঙ্গন আর ফাটলে সিলেট-জকিগঞ্জ মহাসড়কটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কটিতে একাধিকবার সংস্কার কাজ করা হলেও সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি আর নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় অল্পদিনের মধ্যেই বিভিন্ন স্থানের পিচ উঠে গিয়ে বিশালাকৃতির গর্তের সৃষ্টি হয়েছে।
যাত্রীবাহী ছোট-বড় যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচলের কারণে দুর্ঘটনায় পতিত হচ্ছে। দীর্ঘদিন যাবৎ রাস্তাটি ভাঙ্গন আর বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় চরম জনদুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। এদিকে বন্যা কবলিত ও হাওরাঞ্চল হওয়ায় প্রতিনিয়ত এ রাস্তাটি ক্ষতির সম্মুখিন হচ্ছে। সংশ্লিষ্ট কর্তপক্ষের অবহেলা আর গাফিলাতির কারণে রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশংকায় রয়েছেন এলাকাবাসী।
সরজমিন গিয়ে দেখা যায়- চারখাই বাজার সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে শাহগলী পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা সংস্কারহীন থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। ৫ কিলোমিটার রাস্তায় তিন বছর আগ থেকেই খানাখন্দ আর বড় বড় গর্তের সৃষ্টি হয়। এলাকাবাসী অভিযোগ করে বলেন- রাস্তার সংস্কার কাজ চলাকালীন সময়ে ৫ কিলোমিটার অংশে কোনো কাজ করা হয় নাই।
গত তিন বছর যাবৎ পুরো রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ অবস্থায় সড়কে চলাচলকারী যানবাহন ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং যাত্রী সাধারণ প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রসূতি নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ্য রোগীদের বাড়তি কষ্ট পোহাতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক শাহগলী বাজারের ব্যবসায়ী জানান- সড়কটি বর্তমানে যাত্রী যাতায়াতের অনুপযোগী, সংস্কারের অভাবে বড় বড় গর্ত হয়েছে। যাত্রী সাধারণের কথা চিন্তা করে সড়কটির সংস্কার করা জরুরি হয়ে পড়েছে।
এ বিষয়ে সিলেট সড়ক ও জনপদ বিভাগের (সওজ) প্রধান নির্বাহী প্রকৌশলীর অফিসিয়াল নাম্বারে বেশ কয়েক বার ফোন দিলেও কেউ ফোন রিসিভ করেননি। বছর পূর্বে রাস্তাটি সংস্কারের জন্য (২০১৫-১৬ অর্থবছর) একটি প্রকল্প প্রস্তাব পাঠানোর বিষয়ে সিলেটে সওজ-এর নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম সংস্কারের বিষয়টি নিশ্চিত করলেও এখন পর্যন্ত কোন অগ্রগতি নেই।