জকিগঞ্জে ট্রান্সফারমার বদলাতে গিয়ে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০১৬, ২:৫১ পূর্বাহ্ণ
জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জের কালিগঞ্জে যান্ত্রিক ত্রুটিপূর্ণ একটি ট্রান্সফারমার বদল করতে গিয়ে মৃত্যু হয়েছে এক বিদ্যুৎ শ্রমিকের। নিহত বিদ্যুত শ্রমিকের নাম আনিছুর রহমান (৪০) বলে জানিয়েছে জকিগঞ্জ পল্লী বিদ্যুত অফিসের একটি সূত্র।
জকিগঞ্জ পল্লী বিদ্যুত অফিসের ডিজিএম ইসহাক আলী জানান, সোমবার (২৯ আগষ্ট) বিকেলে কালিগঞ্জ বাজারে একটি ত্রুটিপূর্ণ ট্রান্সফারমার বদল করতে বিদ্যুত কর্মি আনিছুর রহমান খাম্বায় উঠলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে সেখানেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় মৃত দেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।