ওসমানীনগরের উমরপুরে ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০১৬, ১০:০১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেটের ওসমানীনগরের ছাত্রদলের উদ্যোগে উমরপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্যদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন উমরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির নেতা চেরাগ আলী।
উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহেল আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব রায়হান আহমদের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ময়নুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহবাবুল হোসেন আহবাব।
সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কবির আহমদ, যুগ্ম আহবায়ক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, জুয়েল আহমদ, রেদওয়ান আহমদ, আব্দুস সামাদ মাহবুব, মনসুর চৌধুরী, সুহিনুল হক আক্তার, হোসাইন আহমদ হাসান, এমদাদ আহমদ, সাবাজ আহমদ,র সাবেক যুগ্ম আহবায়ক সুবের আহমদ, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল আলিম, হেলাল আহমদ, মুহিবুর রহমান, কবির আহমদ, সুমন আহমদ, আরমান আলী, তাজপুর কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুয়েব আহমদ, সিনিয়র ছাত্রনেতা রুবেল আহমদ, সুহেল আহমদ সুবেল, শাব্বির আহমদ, জেবুল আহমদ সজিব, উমরপুর ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুল আলিম, মুহিবুর রহমান, তারেক চৌধুরী দিপু, মুজিবুর রহমান, নাদিম হোসেন দিপু, হিরন আহমদ, মাহবুবুল আলম দুলাল, ফারহান ইসলাম, এমরান আহমদ, সাইফুল ইসলাম রানু, কামাল আহমদ, মাছুম আহমদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রানু।
সভায় বিএনপি নেতা সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর সন্ধান কামনা করে বক্তারা বলেন, শীঘ্রই উমরপুর ইউনিয়নের সকল ছাত্রদল সদস্যদের সাথে আলোচনাক্রমে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনার নেতৃত্বে উমরপুর ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন করা হবে। তাই দলের স্বার্থে সকলকে উক্ত কমিটি মেনে নিয়ে ঐক্যবদ্ধভাবে ইলিয়াস আলী কে ফিরে পাবার আন্দোলন জোরদার করতে হবে।