কলকাতায় ‘বাংলাদেশ বইমেলা’ আগামী ১ সেপ্টেম্বর থেকে
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০১৬, ৮:৩০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
‘বইয়ের বন্ধুত্ব সীমানা ছাড়িয়ে’- এই শ্লোগানে কলকাতায় ষষ্ঠবারের মতো ‘বাংলাদেশ বইমেলা’ শুরু হতে যাচ্ছে আগামী ১ সেপ্টেম্বর থেকে। রবীন্দ্র সদনের উন্মুক্ত স্থানে এ বইমেলায় বাংলাদেশের ৫০টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। মেলা শেষ হবে ১০ সেপ্টেম্বর। সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সোমবার সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ এ তথ্য জানান।
সচিব বলেন, ‘১ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৫টায় মেলার উদ্বোধন করবেন এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। প্রধান অতিথি থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অতিথি থাকবেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক শঙ্খ ঘোষ।’
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির আয়োজনে জাতীয় গ্রন্থকেন্দ্র ও রফতানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় এবং কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের ব্যবস্থাপনায় ‘বাংলাদেশ বইমেলা কলকাতা ২০১৬’ হবে বলে জানান সচিব।
মেলায় পাঁচটি সেমিনার হবে জানিয়ে আকতারী মমতাজ বলেন, “সেমিনারগুলো হচ্ছে ‘বাঙালি জাতি ও জাতীয় নায়ক’, ‘গ্রন্থ সেতু নির্মাণ : লেখক, পাঠক, প্রকাশক ও নীতিনির্ধারকদের ভূমিকা’, ‘লালন সঙ্গীত’, ‘প্রকাশনায় নারী’ এবং ‘দুই বাংলার শিশু সাহিত্য: রহস্য, রোমঞ্চ ও অ্যাডভেঞ্চার’।”
তিনি আরও বলেন, ‘মেলায় সঙ্গীত পরিবেশন করবেন স্বনামধন্য লালনসঙ্গীত শিল্পী ফরিদা পারভীন ও মেহের আফরোজ শাওন। এ ছাড়াও পশ্চিমবঙ্গে বসবাসরত বাংলাদেশের সঙ্গীতশিল্পী এবং ওপার বাংলার বিশিষ্ট শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। কবিতা পাঠ করবেন বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট কবিরা।’
‘গ্রন্থ সেতু নির্মাণ: লেখক, পাঠক, প্রকাশক ও নীতিনির্ধারকদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন বাংলাদেশের বিশিষ্ট প্রকাশক ও লেখক মফিদুল হক। সেমিনারে প্রধান অতিথি থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎমন্ত্রী শোভন দেব বর্মণ।
বাংলাদেশের প্রকাশনা শিল্পের প্রসার ও উন্নয়নে এই মেলা ভূমিকা রাখবে জানিয়ে সংস্কৃতি সচিব বলেন, ‘এই আয়োজনের পাশাপাশি আমরা আগামী অক্টোবরে ফ্রাংঙ্কফুট ও লন্ডনে বইমেলায় অংশ নিতে যাচ্ছি।’ সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। শনি ও রবিবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।