জগন্নাথপুর উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত ঘোষনা
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০১৬, ৮:০৮ অপরাহ্ণ
জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কে বাল্য বিয়ে মুক্ত ঘোষনা করা হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষনা করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
এ উপলক্ষে সদরের আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে ইউএনও মোহাম্মদ মাছুম বিল্লাহর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন-উর রশিদ, প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, জগন্নাথপুর থানার তদন্ত অফিসার খান মোঃ মাইনুল জাকির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ঈমানী, মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, প্রেসক্লাব সভাপতি শংকর রায় এতে উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ, হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব কামালী, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাশিম, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম রানা, ইকড়ছই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান।
এর পূর্বে পরিষদ প্রাঙ্গনে জগন্নাথপুর উপজেলা বাল্য বিয়ে মুক্ত নামফলক এর উম্মোচন করেন জেলা প্রশাসক। পরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে জগন্নাথপুর পৌরসভা ও উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদকে বাল্য বিয়ে মুক্ত ঘোষনা করা হয়।