কানাইঘাটে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশে অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০১৬, ২:৩৫ অপরাহ্ণ
কানাইঘাট প্রতিনিধি :
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য ধর্মের অপব্যাখা করে একটি মহল দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে। যারা এসব ষড়যন্ত্র করে দেশকে অশান্ত করছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা প্রয়োজনে রক্ত দেবেন তবু সন্ত্রাস ও জঙ্গীবাদের কাছে বাংলাদেশকে নত হতে দেবেন না।
দেশব্যাপী সন্ত্রাস,জঙ্গীবাদ ও বিএনপি জামাত জোটের নৈরাজ্য প্রতিরোধ ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা উপলক্ষে রোববার কানাইঘাট ৫নং বড় চতুল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বড় চতুল ইউপির সাবেক চেয়ারম্যান ইউপি আ’লীগের সভাপতি মুবাশ্বির আলীর সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মীর মোহাম্মদ আব্দুল্লাহ ও ইউপি যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম রুবেলের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খানঁ, দপ্তর সম্পাদক এড.জগলু চৌঃ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাতবাক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট উপজেলা আ’লীগের আহবায়ক লুৎফুর রহমান, যুগ্ম আহবায়ক রফিক আহমদ, ২নং লক্ষীপ্রসাদ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জেমস লিঃ ফারগুশন নানকা, জৈন্তাপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, কানাইঘাট আ’লীগের সদস্য সুবেদার আফতাব উদ্দিন, আব্দুল লতিফ, আতাউর রহমান বাবুল, মাষ্টর নুর উদ্দিন, কাউন্সিলর মাসুক আহমদ প্রমুখ।