সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অস্ত্রসহ ১জন আটক
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০১৬, ২:১৯ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে একটি উগ্রপন্থি সংগঠনের সদস্যদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ স্টালিন স্টারিয়াং (৩২) নামে এক অস্ত্র বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার খাসিয়া অধ্যুষিত সংগ্রামপুঞ্জি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। আটক স্টালিন গোয়াইনঘাট উপজেলার সংগ্রামপুঞ্জি এলাকার জহিলং কংওয়ান-এর ছেলে।
ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে পুলিশের বাধার মুখে উগ্রপন্থি সংগঠনের সদস্যরা পালিয়ে যেতে বাধ্য হয়। এসময় ঘটনাস্থল থেকে ৪টি আগ্নেয়াস্ত্র, ২৩ রাউন্ড গুলি, ২টি রামদা, ১টি ছুরি, ৩টি খাসিয়া দা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত চারটি বন্দুকের মধ্যে রয়েছে, দু’টি বিদেশি পিস্তল, একটি কাটা রাইফেল ও একটি স্নাইপার বন্দুক।
সিলেট গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, স্টালিনসহ উগ্রপন্থি সংগঠনের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে এসে অস্ত্র বিক্রি করে থাকে। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এমন সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় উগ্রপন্থিরা। পুলিশও পাল্টা ১৮ রাউন্ড গুলি ছুড়ে। এক পর্যায়ে স্টালিনকে আটক করা হয় এবং অন্যরা পালিয়ে যায়।